রাজ্য বিভাগে ফিরে যান

ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুখবর দিল রাজ্য, ৬,৮৬১ পদে হবে নিয়োগ

May 20, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস বাংলা

বৃহস্পতিবার ১৯ মে রাজ্যের চাকরিপ্রার্থীদের সুখবর দিল স্কুল শিক্ষা দপ্তর। এই দপ্তরের পক্ষ থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যের স্কুলগুলিতে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য।

২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের জন্যই মূলত এই নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে। এই সমস্ত নিয়োগ করা হবে আদালতের নির্দেশ মেনে।

উল্লেখ্য, গত ৫ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত পদ তৈরির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Recruitment, #waiting list

আরো দেখুন