কলকাতা বিভাগে ফিরে যান

চাঁদনি চকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান

May 20, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: zee news

শুক্রবার সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শহর কলকাতা। আজ ভোরবেলা আগুন লাগে চাঁদনি চক অঞ্চলের একটি কাপড়ের দোকানে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের ৫ টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। আগুন ছড়িয়ে পড়ায় খালি করে দেওয়া হয়েছে চাঁদনি অঞ্চলের বহু দোকান। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঠিক কিভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। যদিও, দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন হয়তো লেগেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, রাত তিনটে নাাগাদ একটি দোকানে আগুন লাগতে দেখেন তাঁরা। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকাানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chandni Chowk, #Cloth shop, #Kolkata, #Fire

আরো দেখুন