খেলা বিভাগে ফিরে যান

আইএফএ সচিবের পদ থেকে হঠাৎ ইস্তফা জয়দীপ মুখোপাধ্যায়ের

May 20, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Zee News

আইএফএ (IFA) সচিবের পদ থেকে হঠাৎই ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। আগামী ১৭ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ ও শারীরিক সমস্যার কথা জানিয়েছেন আইএফএ-কে।

যদিও, সংস্থার অন্দরের খবর, বেশ কিছুদিন ধরেই সংস্থার ভেতরে কোণঠাসা হয়ে পড়েছিলেন জয়দীপ বাবু। এমনকি তাঁর আশঙ্কা ছিল, আবার নির্বাচন হলে তিনি হয়তো আর নির্বাচিত হবেন না। তাই, তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইতিমধ্যেই লোগো পরিবর্তন নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে IFA কে। চিরন্তন লোগো সরিয়ে হঠাৎ করেই একটি নতুন ডিজাইনের লোগো ব্যবহার করে চিঠি পাঠানো হয়েছে সংস্থার তরফে, যার ফলে যারপরনাই ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা।

এই ঘটনার পর থেকেই নিজেকে কোণঠাসা মনে করতে শুরু করেন জয়দীপ। এমনটাই ধারণা ঘনিষ্ঠ মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Resignation, #Joydeep Mukherjee, #IFA, #Football

আরো দেখুন