এসএসসি দুর্নীতি: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পার্থ
এসএসসি (SSC) দুর্নীতি মামলায় এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই মামলায় যাতে আইনি রক্ষাকবচ পাওয়া যায়, সেই আশায় সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন। সেই আবেদন গ্রহণও করেছে দেশের শীর্ষ আদালত। আজই হয়তো এই মামলার শুনানি হতে পারে।
গত বুধবার, নিজাম প্যালেসে তিন ঘণ্টারও বেশি দীর্ঘ জেরা করা হয় পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাঁর আবেদন খারিজ হওয়ার জেরে অবশ্যম্ভাবী হয়ে পড়ে সিবিআই দপ্তরে হাজিরা। এরপরই নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়।
পদ্ধতিগত ত্রুটি থাকায় পার্থর দায়ের করা মামলা নাকচ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “আদালতের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মামলা দায়ের হয়নি। সেই নিয়ম মেনে মামলা ফাইল করতে হবে।”
এবার ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পার্থ। সবার নজর এখন দিল্লির দিকে।