কলকাতা বিভাগে ফিরে যান

বেহালা ছাড়ছেন ‘মহারাজ’, মধ্য কলকাতায় বাড়ি কিনলেন সৌরভ

May 20, 2022 | < 1 min read

বেহালার ছেলে বলেই যাকে এতদিন চিনত মানুষ, সেই বেহালা ছেড়ে দিচ্ছেন ‘মহারাজ’। মধ্য কলকাতায় একটি বাড়ি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকে নিয়ে উঠে আসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি।

বেহালার বীরেন রায় রোডের পত্রিক বাড়িতেই এতদিন বাস ছিল সৌরভের। ৪৮ বছর বয়সে সেই ভিটের মায়া ত্যাগ করে নতুন বাড়িতে আসবেন কলকাতার যুবরাজ। রডন স্ট্রিটে ২৩.৬ কাঠা জমির উপর বাগান-সহ দোতলা বাংলো কিনেছেন বিসিসিআই সভাপতি। এই বাংলোটি তিনি কিনেছেন অনুপমা বাগরি, কেশব দাস বিয়ানি এবং নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে।

খুব শীঘ্রই নতুন বাড়িতে উঠে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু যে বাড়িতে কাটল তাঁর শৈশব থেকে প্রায় অর্ধশতাব্দী, সেই বাড়ির জন্য মন কেমন করবে না মহারাজের? সৌরভের কথায়, ৪৮ বছর যে বাড়িতে কেটেছে সেটা ছেড়ে আসা বেশ কঠিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#house, #Kolkata, #Sourav Ganguly

আরো দেখুন