দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, কমেছে অ্যাকটিভ কেস

May 21, 2022 | < 1 min read

দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৩২৩ জন, ছবি সৌঃ টুইটার @SalmaAkhtar34

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৩২৩ জন, বলছে শনিবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য। এই সংখ্যা গতকালের তুলনায় প্রায় ২.৮ শতাংশ বেশি। তথ্য বলছে কেরলে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যা হল ৫৫৬ জন। সর্বোচ্চ সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় বাকি রাজ্যগুলি হল যথাক্রমে দিল্লি -৫৩০জন, মহারাষ্ট্র -৩১১ জন , হরিয়ানা -২৬২জন এবং উত্তরপ্রদেশ-১৪৬ জন। মোট সংক্রমিতের ৭৭.৭ শতাংশই এই পাঁচ রাজ্যের। গতকাল সকাল অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪,৩১,৩৪,১৪৫।

দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বর্তমানে কমে হয়েছে ১৪,৯৯৬। অ্য়াকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। গতকাল অবধি কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮।

বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত দেশে ৪, ২৫, ৯৪,৮০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন, বলছে পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৩৪৬ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯২, ১২, ০০০,০০ বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৫ লক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #Covid Update

আরো দেখুন