দেশ বিভাগে ফিরে যান

সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে জ্ঞানবাপীর বাছাই করা ভিডিও, ক্ষিপ্ত শীর্ষ আদালত

May 21, 2022 | < 1 min read

জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি সমীক্ষা সংক্রান্ত রিপোর্টের ‘বাছাই’ করা অংশ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, এই অর্থে শুক্রবার সুপ্রিম কোর্ট হিন্দুপক্ষের আবেদনকারীদের কড়া সমালোচনা করল।

সুপ্রিম কোর্ট, ওই রিপোর্ট একমাত্র আদালতের খোলার কথা। শাস্তি স্বরূপ, জ্ঞানবাপী মসজিদের মামলাটি এদিন বারাণসীর নিম্ন আদালত থেকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের বদলে এই মামলার শুনানি চালাতে হবে বারণসীর জেলা বিচারকের এজলাসে, বলেছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। জানা যাচ্ছে, এই মামলা শুনবেন বারাণসীর সবচেয়ে সিনিয়র বিচারক।

TwitterFacebookWhatsAppEmailShare

#gyanvapi, #Gyanvapi Survey report, #supreme court

আরো দেখুন