মোদী সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানের দায়িত্ব লকেটকে দেওয়ায় অখুশি বঙ্গবিজেপির নেতারা? জল্পনা শুরু
মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে প্রচার অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলায় সেই কর্মসূচি রূপায়ণে মূল দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেটের নেতৃত্বে একটি চার সদস্যের কমিটি আগামী ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত বাংলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। এই কমিটি ঠিক করবেন লকেটই।
জানা যাচ্ছে, লকেটকে এই কর্মসূচির দায়িত্ব দেওয়া মোটেই ভালো চোখে দেখছে না বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবির।গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচি কতটা সফল হবে, তা নিয়ে নাকি খোদ লকেটই সন্দিহান, এমনটাও বলা হচ্ছে।
এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দলের আদি নেতা-কর্মীদের দলের কাজে আবার যুক্ত করা, বিজেপির যে সমস্ত কর্মী-সদস্য বসে গিয়েছেন তাঁদের উজ্জীবিত করার দায়িত্বও দেওয়া হয়েছে লকেটকে । এই বিষয়টি নিয়েও ক্ষমতাসীন গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলে শোনা যাচ্ছে।