কলকাতা বিভাগে ফিরে যান

অফলাইনেই পরীক্ষা হবে, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

May 21, 2022 | < 1 min read

অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের সেমেস্টার পরীক্ষা , ছবি সৌঃ rediff.com

অনলাইনের পরীক্ষার দাবিতে চলছিল ছাত্র বিক্ষোভ। অবসান ঘটতে চলেছে দীর্ঘদিনের সেই জল্পনার। অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের সেমেস্টার পরীক্ষা, অনলাইনে নয়। সব দাবি উড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিল।

অনলাইনেই হোক পরীক্ষা, তা ছাত্রছাত্রীদের একটা বড় অংশের দাবি ছিল। সেই দাবির বিরুদ্ধে ছিলেন শিক্ষক-অধ্যাপকরা কারণ বিভিন্ন সেমেস্টারে দীর্ঘ সময় অফলাইন ক্লাস হয়েছে। তাই অফলাইন পরীক্ষাতেই সিলমোহর পড়েছে ইউজি বোর্ড অব স্টাডির প্রতিনিধি এবং পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে ।

প্রায় ১৫০টি কলেজ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসবে।

আগামী ২৭ মে অফলাইন পরীক্ষার ব্যাপারে কলেজ অধ্যক্ষদের মতামত নেওয়া হবে একটি বৈঠকে। তারপর ৩ জুন সিন্ডিকেট বৈঠকে প্রস্তাব পাশ হলে কার্যকর হবে সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#offline exams, #University of Calcutta

আরো দেখুন