← রাজ্য বিভাগে ফিরে যান
শনির পর রবি, আজও বাংলা জুড়ে দাপট দেখাবে কালবৈশাখী
তীব্র দাবদাহের ত্রাহি ত্রাহি রব থেকে স্বস্তি দিল বৃষ্টি। শনিবার বিকেলে ঝড়বৃষ্টিতে ভিজল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ। যদিও, ঘন্টায় প্রায় ৯০ কিমি বেগে কালবৈশাখী ধেয়ে আসে। দুর্যোগ চালায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। ঝড়ের দাপটে কোথাও ভাঙ্গে গাছ, কোথাও উপড়ে যায় ল্যাম্পপোষ্ট। ব্যাহত হয় ট্রেন, মেট্রো চলাচল।
আজ, রবিবারও দাপট দেখাতে পারে কালবৈশাখী। ,এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
পাশাপাশি, উত্তরবঙ্গে দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।