উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পরেশ কন্যাকে ফেরাতে হবে বেতন, জানেন টাকার পরিমাণ?

May 22, 2022 | < 1 min read

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। শুধু তাই নয়, কর্মজীবন যা বেতন পেয়েছেন তিনি, সেই টাকা ফেরত দিতে হবে তাঁকে। অঙ্কিতা স্কুলে শিক্ষকতা করেছেন সাড়ে তিন বছর। সেই বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে। সাড়ে তিন বছরে কত টাকা তিনি বেতন হিসাবে পেয়েছিলেন তিনি? শুনল চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনার।

কোচবিহার জেলার মেখলিগঞ্জে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি করতেন অঙ্কিতা। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই সাড়ে তিন বছরে সব মিলিয়ে অন্তত ১৬ লক্ষ টাকা বেতন পেয়েছিলেন অঙ্কিতা। অর্থাৎ, আদালতের নির্দেশ মেনে ওই ১৬ লক্ষ টাকাই দুই কিস্তিতে ফেরত দিতে তাঁকে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ নভেম্বর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দিয়েছিলেন অঙ্কিতা। জনৈকা ববিতা সরকারের দায়ের করা মামলায় অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গত সাড়ে তিন বছরে অঙ্কিতা যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা করতে হবে মন্ত্রীকন্যাকে। প্রথম কিস্তি দিতে হবে আগামী ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Paresh Adhikari, #Ankita Adhikari, #Mekhliganj Indira Girls High School, #Kolkata High Court

আরো দেখুন