দেশ বিভাগে ফিরে যান

জ্ঞানবাপী বিতর্কে সরগরম দেশ, এবার কুতুব মিনার খোঁড়ার নির্দেশ কেন্দ্রের

May 22, 2022 | < 1 min read

জ্ঞানবাপী বিতর্কের ইতিমধ্যেই সরগরম সারা দেশ। এরই মধ্যে কুতুব মিনার চত্বর খোঁড়ার নির্দেশ দিল কেন্দ্র। কিছুদিন আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মা দাবি করেন, কুতুব মিনার নির্মাণ হয়েছিল পঞ্চম শতকে রাজা বিক্রমাদিত্যের আমলে৷ এই বিষ্ফোরক দাবি ঘিরে বিতর্ক শুরু হয়। এর পর তড়িঘড়ি সংস্কৃতি মন্ত্রক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে কুতুব মিনারে খনন চালানোর নির্দেশ দিয়েছে।

সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ, মসজিদ থেকে ১৫ মিটার দূরে মিনারের দক্ষিণে খনন কাজ শুরু করা যেতে পারে। সংস্কৃতি মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন ২১ মে ওই এলাকা ঘুরে দেখেন। গোবিন্দ মোহন তিনজন ইতিহাসবিদ, চারজন এএসআই অফিসার এবং গবেষকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। এএসআই আধিকারিকেরা সচিবকে জানান, ১৯৯১ থেকে কুতুব মিনার চত্বরে কোনও খনন কাজ হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #ASI, #union govt, #Qutub Minar, #gyanvapi

আরো দেখুন