‘বিজেপি আমাকে বিশ্বাস করত না’ দলত্যাগ করেই বিস্ফোরক অর্জুন
May 23, 2022 | < 1min read
তৃণমূলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ, ছবি সৌঃ AITC/ফেসবুক
সদ্য ফুলবদল করে বিজেপি থেকে তৃণমূলে এসেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। আর দলবদলের পরেই পুরোনো দল সম্পর্কে বিস্ফোরক তিনি। অর্জুন দাবি করেছেন, বিজেপিতে তাঁকে কেউ বিশ্বাস করত না। বরং তাঁকে সন্দেহের নজরে দেখা হত। তিনি দল ছাড়তে বাধ্য হলেন বলে দাবি করলেন অর্জুন সিংহ৷
অর্জুন বলেন, ‘বাংলায় বিজেপি যেভাবে চলছে, সংগঠনকে ড্যামেজ করে দিয়েছে৷ সংগঠন বলে কিছুই নেই৷ আমরা যাঁরা বিজেপিতে এসেছিলাম, তাঁরা নামে বিজেপিতে ছিলাম, আমাদেরকে বিশ্বাসই করতে পারত না। আমরা তাঁদের সাংসদ হয়েছিলাম৷ আমার তিনটে জেলার দায়িত্ব ছিল৷ কিন্তু সেই জেলাতে কী হবে, না হবে তার সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। আমাদের কোনও দামই ছিল না, আমাদের উপরে সবসময় সন্দেহ করা হত।’