কলকাতা মেট্রোর পর এবার রেলের হাওড়া ডিভিশন। আয় বাড়াতে আয় বাড়ানোর নতুন পন্থা নিল রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনের নাম এবার বদলে যাবে। তাদের সঙ্গে এ বার জুড়তে পারে বেসরকারি সংস্থার নাম। ইতিমধ্যেই এ নিয়ে দরপত্র ডেকেছে রেল সূত্রে খবর।
এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। হাওড়া ডিভিশনের বহু স্টেশনের নামে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য। তাই পুরনো নামে বদলে দিলে স্টেশনগুলির ঐতিহ্য বহাল থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নামের সঙ্গে জুড়েছে বেসরকারি সংস্থার নাম। এবার সেই পথই অবলম্বন করল রেলও।