৫ মিনিটে ৩ গোল, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি
লিগ খেতাব জিতব, কিন্তু সেই জয়ে নাটকীয়তা থাকবে না, তা কখনও হয়? হ্যাঁ, এটাই প্রমাণ করে দিল ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে ছিল সিটি। প্রিমিয়ার লিগ জিততে হলে দরকার ছিল চূড়ান্ত অধ্যাবসায়। শেষ রাউন্ডের ম্যাচে ভুলের কোনও অবকাশ ছিল না। কিন্তু অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়েছিল সিটি। সব অঙ্ক বদলে গেল যখন মাত্র ৫ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে সিটি। একেই হয়তো বলে কামব্যাক।
৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে প্রিমিয়ির লিগের খেতাব জিতে নেয় ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ম্যাচে উলভসকে ৩-১ গোলে হারালেও খেতাব হাতছাড়া হয়ে যায় লিভারপুলের। ১ পয়েন্টের ব্যবধানে লিগের খেতাব ঝুলিতে ঢোকায় সিটি। রুদ্ধশ্বাস এই ম্যাচে অ্যাস্টনের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে ছিল সিটি। সব হিসেবে বদলে যায় ৭৬ মিনিটে যখন গুন্দোয়ানের গোল করেন। এরপর ৭৮ মিনিটে রড্রির গোলে ম্যাচে সমতা ফেরে। আর একদম শেষ মুহূর্তে এসে ৮১ মিনিটে গুন্দোয়ান দ্বিতীয় গোল করেন। জিতে যায় সিটি।