রাজ্য বিভাগে ফিরে যান

আজ অনুব্রতর সিবিআই হাজিরা, আসবেন না কেষ্ট

May 24, 2022 | < 1 min read

গরু পাচারের পর ভোট পরবর্তী হিংসা! ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আজ মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। যদিও, সোমবারই তাঁর আইনজীবী জানিয়ে দেন, হাজিরা দিতে পারবেন না কেষ্ট। শুধু এই মামলাই নয়, গরু পাচার কাণ্ডেও সিবিআই দপ্তরে আপাতত হাজিরা দিতে অপারগ তাঁর মক্কেল। চিকিৎসকদের পরামর্শ মত অনুব্রত এখন বোলপুরেই থাকবেন কিছুদিন।

অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ জানান তিনি নিজে গিয়েই নিজাম প্যালেসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আসবেন। তিনি আরও জানান, তদন্তের কাজে সিবিআইয়ের সাথে সবরকম সাহায্য করতে প্রস্তুত অনুব্রত। কিন্তু শারীরিক সমস্যার কারণে সশরীরে হাজিরা দিতে পারবেন না তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামেই থাকবেন বীরভূমের দাপুটে নেতা।

উল্লেখ্য, সিবিআই তলব নোটিস পেয়েও শারীরিক কারণে এর আগে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত। কিন্তু হঠাৎ করেই গত সপ্তাহে গরুপাচার কাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দিতে রাজি হন অনুব্রত মণ্ডল। জিজ্ঞাসাবাদের পর এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সাথে পরামর্শ করে দীর্ঘ দেড়মাস পর বোলপুর ফেরেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#cow trafficking, #tmc, #CBI, #Anubrata Mondal, #Coal Case

আরো দেখুন