উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পাহাড়ে জিটিএ নির্বাচন হবে ২৬ জুন, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ২৭-এ মে

May 24, 2022 | < 1 min read

মঙ্গলবার দার্জিলিংয়ে হয়ে গেল জিটিএ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক, প্রতীকী ছবি সৌঃ telegraphindia

মঙ্গলবার দার্জিলিংয়ে হয়ে গেল জিটিএ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক। সূত্রের খবর পাহাড়ে নির্বাচন হতে চলেছে আগামী ২৬ জুন। ২৯ জুন এই নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ হবে। নির্বাচনের দায়িত্বে আছেন একজন স্পেশ্যাল অবজার্ভার। তিনিই এই ঘোষণা করেছেন। জানা গেছে ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে।

জিটিএ নির্বাচনের দায়িত্বে থাকা স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানিয়েছেন সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ২৭ তারিখ। তারপর শুরু হবে শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে ২৭ মে থেকে সাতদিন। তারপর হবে নির্বাচনের নাম প্রত্যাহার এবং স্ক্রুটিনির পর্ব। সবশেষে ২৬ জুন ভোট। অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের মহকুমাশাসককে। ভোটের গণনা ও ফলপ্রকাশ হবে আগামী ২৯ জুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #GTA Elections

আরো দেখুন