রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছল গুজরাত
বৃষ্টিস্নাত ইডেন গার্ডেনসে আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত। শেষ ওভারে পরপর তিনটি ৬ মেরে গুজরাতকে হয় এনে দিলেন মিলার, সঙ্গ দিলেন হার্দিক।
আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। ৫৬ বলে ৮৯ রান করে রান আউট হন বাটলার। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৪৭ রান। দেবদত্ত পারিক্কল করেন ২৮ রান। ৪৩ রান দিয়ে ১টি উইকেট পান মহম্মদ সামি।
রান তাড়া করতে নেমে আজ চূড়ান্ত বার্থ হন ঋদ্ধিমান সাহা। তিনি আউট হয়ে যান ০ রানে। তারপর শুভমন ও ওয়েড, দুজনেই আউট হন ৩৫ রান করে। তারপর হাল ধরেন হার্দিক এবং মিলার। শেষ ওভারে করতে হত ১৬ রান। শেষ ওভারের প্রথম তিন বলেই পরপর ছক্কা হাঁকান মিলার, তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় গুজরাত। মিলার অপরাজিত থাকেন ৬৮ রানে, হার্দিক করেন অপরাজিত ৪০।
গুজরাতই ছিল প্রথম দল যারা ২০২২এর আইপিএলের প্লে অফে ওঠে। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের ১০টিতে জিতেছিল গুজরাত, হেরেছিল ৪টিতে। অন্যদিকে লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতে এবং ৫টিতে হেরে কোয়ালিফায়ারে উঠেছিল রাজস্থান।