ঝড়-বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ইডেনের আইপিএল ম্যাচ?
ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা কি তবে সত্যি হবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি, তারা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এতেই অশনি সঙ্কেত দখছেন ক্রিকেটপ্রেমীরা।
আজ ও কাল, অর্থাৎ মঙ্গল এবং বুধবার ইডেনে আইপিএলের প্লে অফ ম্যাচ রয়েছে। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। এর মধ্যে বৃষ্টিপাতের ফলে ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুষড়ে পড়েছে ফ্যানেরা। ইডেন কর্তৃপক্ষও যথেষ্ট উদ্বেগে রয়েছন। গত শনিবার কালবৈশাখীর দাপটে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিল ইডেন। কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তা স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়।
বহুদিন পর ইডেনে অনুষ্ঠিত হবে আইপিএলের ম্যাচ। আবহাওয়ার কারণে সেটা ভেস্তে যেন না যায়, এমনটাই প্রার্থনা এখন সকলের মনে।