বসুন্ধরা নয়, ইমামির সাথে গাঁটছড়া বাঁধল ইস্ট বেঙ্গল, নেপথ্যে মমতা
সৌরভের হাত ধরে ম্যানচেস্টার কবে আসবে, তার ঠিক নেই। বাদ পড়ল বাংলাদেশের বসুন্ধরাও। কলকাতার অন্যতম ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের স্পনসর হচ্ছে রাজ্যের অন্যতম বড় বাণিজ্য সংস্থা ইমামি গ্রুপ। তবে এবারেও বিনিয়োগকারী এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।
ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্তাদের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করেন মমতা। মনে করা হচ্ছে, তাঁর মধ্যস্থতাতেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করছে ইমামি গ্রুপ। মমতা এদিন সাংবাদিক বৈঠক করে জানান যে বিনিয়োগকারী আসায় ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা মিটে যাবে।
এর আগে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ছিল শ্রী সিমেন্ট।তারা সরে যাওয়ায় একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তাও বলছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গেও আলোচনা হয় লাল-হলুদ শীর্ষকর্তাদের। ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইস্টবেঙ্গল ক্লাব অধিগ্রহণ করতে আগ্রহী, এরকম জল্পনার আভাস দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।