বিনোদন বিভাগে ফিরে যান

আবার অভিনেত্রীর রহস্যমৃত্যু! পল্লবীর পর এবার বিদিশা

May 25, 2022 | < 1 min read

পল্লবীর পর আবার অভিনেত্রীর রহস্যমৃত্যু। এবার উদ্ধার হল ২১ বছরের মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মৃতদেহ। বুধবার সন্ধ্যায় নাগেরবাজার এলাকায় রামগড় কলোনীর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেড় মাস আগে এই ঠিকানায় ভাড়া থাকতে শুরু করেন অভিনেত্রী। বিদিশার মৃতের কারণ কি, তা তদন্ত করতে নেমেছে পুলিশ।

কল্যাণী মহাবিদ্যালয়ের ছাত্রী বিদিশা মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন ভাঁড়, ফ্যাশন ফায়ার ইত্যাদি ছবিতে।

কিছুদিন আগে রহস্যমৃত্যু হয় অভিনেত্রী পল্লবী দের। তখন ফেসবুকে পোস্ট করেন বিদিশা। দেখে নিন সেই পোস্ট।

ছবি সৌজন্যে: ফেসবুক

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Model, #Bidisha De Majumdar

আরো দেখুন