কলকাতা বিভাগে ফিরে যান

সামান্য বাড়ল দেশের করোনা সংক্রমণ, স্বস্তি দিয়ে বেড়েছে সুস্থতার হারও

May 25, 2022 | < 1 min read

আবার বাড়ল দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতবর্ষে আক্রান্ত হয়েছেন ২,১২৪ জন, জানা যাচ্ছে শনিবার সকালের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য থেকে। গতকালের নিরিখে তা ২৭ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ৫০৭।

গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এর কারণ, সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া। পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৭১। গত ২৪ ঘণ্টায় দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৩ শতাংশ।

দেশে বেড়েছে সুস্থতার হারও। ৪ কোটি ২৬ লক্ষ ২ হাজার ৭১৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,৯৭৭ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Update, #Corona pandemic, #India Fights Corona, #covid 19

আরো দেখুন