দেশের করোনা গ্রাফে উদ্বেগ, দৈনিক সংক্রমণ বাড়ল ২৬ শতাংশ
বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সমানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। পরপর দু’দিন ব্যাপক হারে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছিল ২৪ শতাংশ। বৃহস্পতিবার সেটা বাড়ল ২৬ শতাংশ। গত দু’দিনে দৈনিক আক্রান্ত বেড়েছে হাজারের কাছাকাছি। সেই সঙ্গে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৮ জন। যা আগের দিনের থেকে ২৬ শতাংশ বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৫ হাজার ৪১৪ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। যা কমবেশি আগের দিনের সমানই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫২৫ জন।
এখনও পর্যন্ত দেশে ১৯২ কোটি ৮২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬৮১ জন।