← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
কালবৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড ডুয়ার্স
ঝড়ে লন্ডভন্ড ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানারহাটের সাকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া, প্রধানপাড়া এলাকা। পাশাপাশি ধূপগুড়ির মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট এলাকাও ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস মতো সোমবার সন্ধ্যায় উত্তবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল। সেই মতো সন্ধ্যায় ঝড় হয় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের তাণ্ডবে এলাকার বহু গাছপালা ভেঙে পড়ে। কালিরহাটে নথুয়াগামী রাজ্য সড়কে গাছ ভেঙে পড়ায় ধূপগুড়ি থেকে নাথুয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। অবশ্য রাতেই প্রশাসনের তরফে গাছ কেটে রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হয়। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাও ঠিক করা হয়।