রাজ্য বিভাগে ফিরে যান

অভিযোগ এনে চিঠি মমতাকে, তাই মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল?

May 26, 2022 | < 1 min read

কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন বিধায়ক ডাক্তার নির্মল মাজি, একের পর এক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে থেকে সেই চেয়ারম্যান পদ থেকে সরানো হল তাঁকে। বৃহস্পতিবার তাকে সরানোর পর এই দায়িত্ব নিলেন ডাক্তার সুদীপ্ত রায়। তিনি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। মেডিক্যাল কলেজের স্বাস্থ্য ও সম্মান পুনরুদ্ধার করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্তার রায়। কিন্তু একের পর এক বেফাঁস মন্তব্যেই কি পদ হারালেন নির্মল? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্নমহলে।

আরজি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছাড়াও হেলথ ইউনির্ভাসিটির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানও সুদীপ্ত রায়।

বেশ কিছুদিন যাবৎ বারবার বিতর্কে জড়িয়েছেন নির্মল মাজি। এর ফলে বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। তার বিরুদ্ধে নানান অভিযোগ এনে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই অপসারিত হলেন নির্মল, এরকমই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata Medical College, #Nirmal Maji

আরো দেখুন