হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

এনডিএ ছাড়তে চলেছেন নীতিশ কুমার?

May 26, 2022 | < 1 min read

বর্তমানে এনডিএ-র সবথেকে বড় শরিক, সংযুক্ত জনতা দলের (জেডিইউ) এর সঙ্গে বিজেপির মনোমালিন্য চরমে পৌঁছেছে। সংঘাত এতটাই তীব্র যে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে নীতিশ কুমারের দল। আর দুই দলের মধ্যে কাঁটা হয়ে রয়েছে দুটি প্রধান ইস্যু!

জাতিভিত্তিক জনগণনার দাবিতে শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামী ২৭ মে বিধানসভায় তিনি এই সংক্রান্ত একটি প্রস্তাবও করতে পারেন। কিন্তু জাতিভিত্তিক জনগণনার পক্ষে নেই বিজেপি। আর সেই অবস্থান বহুবার স্পষ্ট করে দিয়েছে গেরুয়া দল। তা সত্ত্বেও এই ইস্যুতে কেন এগোচ্ছেন নীতিশ, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এছাড়াও, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও বিজেপির সঙ্গে মতবিরোধ রয়েছে নীতীশের। কেন্দ্রের শাসকদল রাষ্ট্রপতি পদে এবার মহিলা মুখ চাইছে বলে সূত্রের খবর। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী চাইছেন পরবর্তী রাষ্ট্রপতি হতে। যদিও তিনি প্রকাশ্যে এই বাসনার কথা ঘোষণা করেননি। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে এই মর্মেই বার্তা গিয়েছে তাঁর দলের পক্ষ থেকে। এই নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

উল্লেখ্য, নীতীশের জাতিগণনার দাবিকে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি ও আরজেডির মত দলগুলি। তাই, বিহারে শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে কি বিজেপির সঙ্গ ছেড়ে ইউপিএতে ফিরতে চলেছেন নীতিশ কুমার?

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Bihar, #Nitish Kumar, #JDU

আরো দেখুন