উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ধোপে টিকল না গুরুংয়ের হুঁশিয়ারি, জিটিএ নির্বাচন ঘোষণা করল রাজ্য

May 26, 2022 | < 1 min read

পাহাড়ে নতুন করে জিটিএ নির্বাচন হতে চলেছে, ছবি সৌঃ thrillophilia

প্রায় ৫ বছর পর পাহাড়ে নতুন করে জিটিএ নির্বাচন হতে চলেছে। বোর্ডের মেয়াদ শেষের পর নানা জটিলতার অজুহাতে এই নির্বাচন হয়নি। বরং প্রশাসক বসানো হয়েছিল। সেসব কাটিয়ে আগামী জুনে ভোটের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই কাজ শুরু হয়ে গিয়েছিল।

এবার জিটিএ নির্বাচনের (GTA Election) দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন হবে ভোটগ্রহণ। সেই সঙ্গে নির্বাচন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। পাশাপাশি, রাজ্যের ৬ পুরসভার ছ’টি ওয়ার্ডে হবে উপনির্বাচন। আজ থেকেই জারি হচ্ছে আদর্শ নিবার্চন বিধি।

জিটিএ নির্বাচনের ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানালেও, এই নিয়ে সংঘাতে নেমেছেন পাহাড়ের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, জিটিএ নির্বাচন এখনই চান না। আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান হোক। ইতিমধ্যেই তাঁর দল পাহাড়ে রিলে অনশনে বসেছে।

কিন্তু এই হুঁশিয়ারিকে কার্যত উপেক্ষা করেই নির্বাচন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Election Commission, #GTA Elections

আরো দেখুন