খেলা বিভাগে ফিরে যান

মেল্টওয়াটার চ্যাম্পিয়ন্স চেজ ট্যুরের ফাইনালে ভারতীয় ‘বিস্ময় বালক’ অসফল

May 27, 2022 | < 1 min read

প্রজ্ঞানানন্দন রমেশবাবু, ছবি সৌঃ stackumbrella

আশা জাগিয়েও শেষরক্ষা হল না। প্রজ্ঞানানন্দন রমেশবাবু, ভারতের ১৬ বছরের বিস্ময় কিশোর মেল্টওয়্যার চ্যাম্পিয়ন্স চেজ ট্যুরের ফাইনাল হেরে গেল দ্বিতীয় স্থানে থাকা চীনের ডিং লিরেনের কাছে।

কয়েকদিন আগে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ডিং। অবশ্য চলতি বছর ফেব্রুয়ারির পরে এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে কার্লসেনকে হারিয়ে চমকে দিয়েছিল প্রজ্ঞা। পাশাপাশি অন্য সেমিফাইনালে ভারতীয় দাবাড়ু হারায় প্রতিযোগিতায় আগাগোড়া অপরাজিত থাকা ডাচ তারকা অনীশ গিরিকে। তবে চীনের মহাতারকার সঙ্গে এই দফায় প্রজ্ঞা তার পারফরম্যান্স ধরে রাখতে পারেনি।

একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরেই বিশ্বের দু’নম্বর চীনা তারকার বিরুদ্ধে প্রজ্ঞা খেলতে বসেছিল। প্রথম সেটে হেরে গেলেও, দ্বিতীয় সেটে কামব্যাক করেছিল প্রজ্ঞা। তবে শেষ পর্যন্ত ২.৫-১.৫ ফলে ম্যাচ জিতে নেন চীনের দাবাড়ু। একইসঙ্গে আরও দুটি সেট টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয়ে যান ডিং লিরেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Meltwater Champions Chess Tour Chessable Masters tournamen, #Chess Champs, #R Praggnanandhaa, #Ding Liren

আরো দেখুন