দেশ বিভাগে ফিরে যান

এবার কি দাক্ষিণাত্য থেকেই আগামী মালিক পেতে চলেছে রাইসিনা হিল?

May 28, 2022 | 2 min read

২০২২-এর জুলাইতে দেশের রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে। রাষ্ট্রপতি নির্বাচনের দামামা বাজবো বাজবো করছে। ঘুরপাক খাচ্ছে নানা জল্পনা। উঠে আসছে একাধিক নাম। বরাবর দেশের শাসক দলই রাষ্ট্রপতি নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করে। অন্ততঃ এমনটাই দেশে ট্রেন্ড। কিন্তু এবারের রাষ্ট্রপতি নির্বাচনে কে হতে চলেছেন বিজেপির প্রার্থী? শোনা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের গোল দিতে দক্ষিণী স্ট্রাইকার মাঠে নামাচ্ছে মোদীর দল।

কান পাতলেই শোনা যাচ্ছে দাক্ষিণাত্যের কেউই বসবেন ভারতের সাংবিধানিক প্রধানের পদে। তবে বিজেপির প্রার্থী বাছার ক্ষেত্রে একটাই শর্তের কথা ঘোরাফেরা করছে। সূত্রের খবর, কোন দলিত মহিলাই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন। দক্ষিণ ভারতকে তুষ্ট করতেই এমন কৌশল এটেছেন শাহ-মোদী।

হিন্দিপ্রধান গো বলয়ে বিজেপির দশা টালমাটাল। গত চার বছরে শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়েছে বিজেপি। রাজ্যে রাজ্যে আসন কমেছে। গোটা উত্তর ভারতে মোটে তিনটি রাজ্য এখন বিজেপির অধীনে। মধ্য ভারতে কেবল মধ্যপ্রদেশ। পশ্চিমে শিবরাত্রির সলতে গোয়া এবং গুজরাত। পূর্ব ভারতে বিহার, সেটাও নীতীশ কুমারের সঙ্গে জোটে। যদিও সেই জোটও নড়বড়ে, বিপদসীমার কিনারায়। যেকোন সময় সেই জোট তছনছ হয়ে যেতে পারে। কর্ণাটক ছাড়া গোটা দক্ষিণ ভারত বিজেপির হাতে শূন্য।

ভারতজুড়ে বিজেপির সে দাপট নেই। অগত্যা বিজেপির সামনে একটাই রাস্তা খোলা, দাক্ষিণাত্যকে তুষ্ট করো। উত্তর অথবা মধ্য ভারতে নতুন করে বিজেপি আর জমি শক্ত করতে পারবে না। তাই পাখির চোখ দক্ষিণে, আদপে চেয়ার ধরে রাখার মরিয়া চেষ্টা।

বিজেপি সূত্রের খবর, তামিল, দলিত মহিলা মুখ মনোনয়নই মোদী-শাহের লক্ষ্য। তেলেঙ্গানার মহিলা রাজ্যপাল তথা পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন নাম নিয়ে চরমে উঠেছে জল্পনা। বিজেপির অন্দরে ইতিমধ্যেই চর্চা চরমে। দক্ষিণ ভারতের কোন মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরলের শাসক দলগুলির সমর্থন অচিরেই পাবেন, বলেও ভাবছেন মোদী। তামিলনাড়ুর শাসক ডিএমকের সমর্থন পাওয়াকে কার্যত নিশ্চিত বলেই ধরে নিচ্ছে বিজেপি, যার নেপথ্যে রয়েছে বিরোধী জোটে ফাটল উদ্দেশ্য।

প্রকৃত অর্থে দক্ষিণে শক্তি বাড়ানো ছাড়া কোন উপায় নেই বিজেপির, কারণ উত্তর, পশ্চিম অথবা পূর্ব ভারতে পদ্মের রক্তক্ষয়। রাজধানী দিল্লি, শস্যকেন্দ্র পঞ্জাব, বাণিজ্যিক রাজধানী মহারাষ্ট্র, সাংস্কৃতিক রাজধানী বাংলা কোথাও বিজেপির কোন চিহ্ন নেই। তাই আগামী দিনে বিজেপি তার সবে ধন নীলমণি করতে চাইছে দক্ষিণ ভারতকে। তাই দক্ষিণী রাষ্ট্রপতি চাইছে মোদীর দল। একইসঙ্গে মহিলা তাসও খেলবেন মোদী। নারী ক্ষমতায়ন আর দক্ষিণ ভারতীয়, দুইই আবেগে ভর করে ২৪এর বৈতরণী পেরোতে চাইছেন মোদী। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি বলেই খবর। বিজেপির অন্দরে মধ্যপ্রদেশের প্রবীণ আরএসএস নেতা তথা কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট নামও উঠে আসছে। দেখা যাক কার ভাগ্যে অপেক্ষা করছে পাঁচ বছরের জন্য রাইসিনার মালিক হওয়ার সুযোগ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #President of India, #Tamilisai Soundararajan

আরো দেখুন