আবারও বিশ্বজয় বাঙালির, কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই জিতলেন শৌনক
পৃথিবীর শ্রেষ্ঠতম চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম সেরা হল কান চলচ্চিত্র উৎসব। চলতি মাসে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসেছিল। মৃণাল সেন থেকে সত্যজিৎ রায়, কানের আসর মাত করেছেন অনেক বাঙালিই। এবার আরও এক বঙ্গতনয় সেই তালিকায় সংযোজিত হল। বাঙালির বিশ্বজয়ের বইতে জুড়ে গেল আরও একটি অধ্যায়।
পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র অল দ্যাট ব্রিদস কানের মঞ্চে গোল্ডেন আই পুরস্কার জয় করল। প্রসঙ্গত, এটি শৌনক সেনের দ্বিতীয় তথ্যচিত্র। এর আগে ২০১৬ সালের দিল্লির গৃহহীনদের রাতে ঘুমানোর জায়গা খোঁজার গল্প নিয়ে সিটিস অফ স্লিপ নামের একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন শৌনক। অল দ্যাট ব্রিদস প্রায় দেড় ঘন্টার ছবি। এই তথ্যচিত্রটি মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ নামের দুই ভাইয়ের গল্প। তাঁদের কাজ আহত পাখি, মূলত ব্ল্যাক কাইটসদের উদ্ধার করা এবং পাখিদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, তাদের সুস্থ করা এবং মুক্ত পরিবেশে ডানা মেলতে ফিরিয়ে দেওয়া। তাঁদের এই প্রাণ বাঁচানোর জীবনকে ভর করেই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। অল দ্যাট ব্রিদস এর আগে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কারে ভূষিত হয়েছিল। তথ্যচিত্রটি চলতি কান চলচ্চিত্র উৎসবে বিশেষ বিভাগে প্রদর্শিতও হয়েছে।