দেশ বিভাগে ফিরে যান

খুদে স্কুল পড়ুয়া সীমার দু পায়ের জোর বাড়ালেন সোনু সুদ

May 28, 2022 | < 1 min read

ছবি সৌঃ ইনস্টাগ্রাম

করোনা অতিমারীতে বারবার দুর্বলের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। কেন্দ্রীয় সরকারী তুঘলকি সিদ্ধান্তে জেরবার হওয়া ভিনদেশী বহু শ্রমিকদের কাছেই ঈশ্বরসম সোনু। এবার তিনিই ‘প্রস্থেটিক লেগ’ বা কৃত্রিম পা নিয়ে এগিয়ে এলেন সীমার কাছে।

সীমা নামের মেয়েটিকে ভুলে যাননি তো? বিহারের প্রত্যন্ত অঞ্চলের অসীম জেদের দশ বছরের খুদে পড়ুয়া, একটি পা নিয়েই লাফিয়ে লাফিযে স্কুলে যায়। বছর দুয়েক আগে দুর্ঘটনায় তার একটি পা খোয়া গেছে।

তবে মনের জোর আর অদম্য ইচ্ছেতে ভর করেই, আনন্দে সে স্কুলের ব্যাগ পিঠে নিয়ে রুক্ষ জমি এক পায়ে লাফিয়ে স্কুল যেত এতদিন। নেট মাধ্যম সেই ভিডিও বহু মানুষের চোখের কোণ চিকচিক করিয়েছিল। ভিডিও সনুর কাছেও পৌঁছয়। তাতেই তিনি এগিয়ে আসেন। সোনু সোশ্যাল মিডিয়াতে সীমার ভিডিও শেয়ার করে লিখেছেন সীমা এবার দু পায়েই স্কুলে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar, #sonu sood, #Girl

আরো দেখুন