← রাজ্য বিভাগে ফিরে যান
এ সপ্তাহেই কি স্বমহিমায় বাংলায় বর্ষা আসবে? আবহাওয়া দপ্তর কী বলছে?
আগামী দুদিনের মধ্যেই কেরলে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সেখানে প্রাক বর্ষণ চলছেই। কাজেই বাংলাতেও তারপরেই স্ব মহিমায় বর্ষা আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বীরভূম , মুর্শিদাবাদ , বর্ধমান এবং উপকূলবর্তী জেলাগুলোতে আজ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তবঙ্গের জেলাগুলো বাকি দিনগুলোর মতোই সিক্ত থাকবে আজ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়।
আজ দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে। কলকাতা এবং তার আশেপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত কিছুদিনের মতোই আজও ভ্যাপসা গরম বাড়বে বিক্ষিপ্ত বৃষ্টিতে।