দেশ বিভাগে ফিরে যান

দেশে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ৩ হাজার

May 29, 2022 | < 1 min read

এ যেন পুরোনো ঢেউগুলির পুনরাবৃত্তি। দিল্লি, মহারাষ্ট্রের পর এবার উদ্বেগ বাড়াচ্ছে কেরল। গত ২৪ ঘন্টাতেই কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্ত ৫২৯ এবং ৪৪২ জন। যার জেরে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানেও উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে দৈনিক আক্রান্ত এবং অ্যাকটিভ কেস। এদিন দেশের পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ০.৬০ শতাংশ। সেটাও বেশ চিন্তার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৭ হাজার ৮৭ জন। যা গতকালের থেকে বেশি। ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জন।

এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৩০৯ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid19

আরো দেখুন