বিবিধ বিভাগে ফিরে যান

জানেন কী? হস্তমৈথুনের সাহায্যে যৌনপিপাসা মেটানো কী ভাবে সাহায্য করে মহিলাদের?

May 29, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: HealthLine

না। নাক শিঁটকোনোর কিছু নেই। লজ্জা পাওয়ারও কিছু নেই ৷ ন্যাশানাল সার্ভে অফ সেক্সসুয়াল হেলথ অ্যান্ড বিহেভিয়ারের রিসার্চের তথা বলছে জীবনে কখনও না কখনও হস্তমৈথুন করেছেন প্রায় প্রতিটা মানুষই ৷

তথ্য বলছে, প্রায় ৭.৯ শতাংশ মহিলা, যাদের বয়স ২৫ থেকে ২৯ বছরের মধ্যে, সপ্তাহে একাধিকবার হস্তমৈথুন করেন ৷

ছবি সৌজন্যে: স্বাধীন বাংলা ২৪

হ্যাঁ, হস্তমৈথুনের একাধিক সুপ্রভাব রয়েছে মানুষের জীবনে ৷ জানেন কী, মহিলাদের মেনস্ট্রুয়েশনের সময় যে ক্র্যাম্প থেকে কোমরের যন্ত্রনা হয়, তা অনেকটা কম করে দেয় হস্তমৈথুন?

ছবি সৌজন্যে: Medical News Today

জানেন কী, মহিলাদের সার্ভিকাল ক্যান্সারের সম্ভবনা কমাতে সাহায্য করে হস্তমৈথুন ৷ হস্তমৈথুনের সময় মহিলাদের যৌনাঙ্গ খুলে যায়। ফ্লুইড চলাচল অনেক স্বচ্ছন্দ হয় যৌনাঙ্গের ভেতরে৷ ফলে যৌনাঙ্গে জমা হওয়া নোংরা বেরিয়ে যায় সহজেই ৷

ছবি সৌজন্যে: MAXIM

হস্তমৈথুন স্ট্রেসবাস্টার হিসেবে অনন্য৷ হস্তমৈথুনর সময়ে মহিলাদের শরীরে এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিনের মত প্রচুর হরমোন বার হয় ৷ মন মেজাজ খুশ হয়ে যায় ৷

ছবি সৌজন্য: Your Tango

হস্তমৈথুনের প্রভাবে যৌনমিলনের সময়েও আত্মবিশ্বাস পান মহিলারা ৷ এর ফলেতাদের যৌনজীবন হয়ে ওঠে মসৃণ ৷

ছবি সৌজন্য: Giddy

মহিলাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মেনোপজ৷ এই সময়ে যৌন মিলন বেশ কষ্টকর হতে পারে ৷ তখন হস্তমৈথুন করলে রক্ত সঞ্চালন সঠিক থাকে৷

ছবি সৌজন্যে: Our Health Page

হস্তমৈথুন করলে ঘুম ভালো হয় ৷ মানসিক তৃপ্তির পাশাপাশি হস্তমৈথুনের প্রভাবে ক্লান্তি আসে, ঘুমের সমস্যা হয় না।

ছবি সৌজন্যে: Our Health Page

মন ও শরীর দুটিই ঝরঝরে রাখতে এবং সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে হস্তমৈথুন ৷ তবে মনে রাখবেন কিছুরই অত্যধিক কিন্তু ভালো নয় ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Masturbation, #Women, #girls, #sex life

আরো দেখুন