১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার, আন্দোলনে নামার নির্দেশ মমতার
১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার বানিয়ে তৃণমূল কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে দুর্গাপুরে পৌঁছেই এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “বাংলা কিন্তু ১০০ দিনের কাজে প্রথম। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়। এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। এটা আমাদের প্রাপ্য টাকা। এটা নয়, এটা আমাদের দয়া করছে। এই প্রাপ্য টাকা আদায়ের জন্য তৃণমূলের সব শাখা সংগঠন রাস্তায় নামবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সংবিধানে নিয়ম আছে, ১০০ দিনের কাজ যারা করবে, তাঁরা ১৫ দিনের মধ্যে টাকা পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার নোংরা খেলা খেলছে। ৫ মাস ধরে তাঁরা টাকা দিচ্ছে না। গরিব মানুষগুলি কাজ করেছে। কিন্তু টাকা পাচ্ছে না।”
এরপরই তৃণমূলের প্রতিটি ব্লক ইউনিটকে আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা। আগামী ৫ ও ৬ জুন প্রতিটি গ্রামে গঞ্জে ও শহরের বিভিন্ন জায়গায় মিছিল করতে বলেন তিনি।