রাজ্য বিভাগে ফিরে যান

তালিকায় পরেশ কন্যার নাম, ইন্টারভিউ স্থগিত করল কলেজ সার্ভিস কমিশন

May 29, 2022 | < 1 min read

জড়িয়ে গেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) কন্যা অঙ্কিতা অধিকারীর নাম। আর তার জেরেই বেনজির সিদ্ধান্ত কলেজ সার্ভিস কমিশনের। তালিকায় অঙ্কিতার নাম থাকতে প্রশ্ন উঠতে শুরু করেছিল নানা মহল থেকে। তাই আচমকা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে দিল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)।

২৮ মে কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কমিশনের সংস্কারের কাজের জন্য জুন মাসে কোনও ইন্টারভিউ হবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলের চাকরি হারিয়েছেন অঙ্কিতা। এরপরই জানা যায় কলেজে অধ্যাপনার করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত ২৬ এপ্রিল ইন্টারভিউ দিয়েছেন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তিনি অধ্যাপিকা হতে চলেছেন।

এরপরই হঠাৎ আগামী মাসের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে দেয় কমিশন। কলেজ সার্ভিস কমিশনের সেক্রেটারি ইনচার্জে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন জুন মাসে কলেজ সার্ভিস কমিশন ভবনের রেনোভেশনের কারনে ইন্টারভিউ বন্ধ থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #College service commission, #Ankita Adhikari

আরো দেখুন