দেশ বিভাগে ফিরে যান

আপ সরকার নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পরই দুষ্কৃতীদের গুলিতে নিহত পঞ্জাবের জনপ্রিয় গায়ক

May 29, 2022 | < 1 min read

ছবি সৌজন্য: টুইটার

দুষ্কৃতীদের গুলিতে নিহত জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা (Sidhu Moose Wala)। রবিবার পঞ্জাবের মনসা গ্রামে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব‍্যক্তি তাঁর উপর হামলা চালায়। গুলিবিদ্ধ গায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রক্ষা হয়নি।

প্রসঙ্গত, পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন সিধু। যদিও, জয়লাভ করতে অসফল হন তিনি। গতকালই গায়কের নিরাপত্তা ব‍্যবস্থা সরিয়ে নেয় পঞ্জাব প্রশাসন। আর তাঁর পরদিনই প্রাণঘাতী হামলা হল তাঁর উপর। সূত্রের খবর, সিধু ছাড়াও আরও দুই ব‍্যক্তির উপরে ৩০ রাউন্ড গুলি চালানো হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিধুকে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

১৯৯৩ সালে মনসা জেলার মুস ওয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন সিধু। তাঁর আসল নাম শুভদীপ সিংহ সিধু। তাঁর অনুরাগীর সংখ্যা লক্ষাধিক, দেশের গণ্ডির বাইরেও মানুষ তাঁর গানের গুণগ্রাহী। র‍্যাপ গানে তাঁর বিশেষ জনপ্রিয়তা ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#aap, #punjab, #Bullet, #Sidhu moose wala, #Shot dead

আরো দেখুন