খেলা বিভাগে ফিরে যান

আজ আইপিএল ফাইনাল, আমেদাবাদে বসবে চাঁদের হাট

May 29, 2022 | < 1 min read

আজ আইপিএল ২০২২ এর ফাইনাল। মুখোমুখি গুজরাত টাইট্যান্স এবং রাজস্থান রয়্যালস। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজকের ম্যাচ। খেলা শুরুর সময় আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান।

আজকের এই সমাপ্তি অনুষ্ঠান হবে টসের আগে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠান যাতে মানুষের মনে থাকে তাই থাকছে একাধিক চমক। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছিলেন, আজকে পারফর্ম করবেন রণবীর সিংহ ও এ আর রহমান। থাকবে আরও সারপ্রাইজ, যা জানা যাবে আজ সন্ধ্যাবেলা।

প্রসঙ্গত, ২০১৮ সালের পর এই বছরই ফের আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান দেখা যাবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে রাখা হয়েছে বিশেষ পরিকল্পনা। আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কদেরও। বোর্ড সূত্রে জানা গিয়েছে, স্ট্র্যাটেজিক টাইম আউটে আমির খানের লাল সিং চাড্ডা ছবির ট্রেলার প্রকাশ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2022, #IPL final, #Narendra Modi stadium

আরো দেখুন