← খেলা বিভাগে ফিরে যান
লিভারপুলকে দুরমুশ করে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
১৪তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্টাত দ্যা ফ্রান্সে শনিবার লিভারপুলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করল রিয়াল। ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। যার সুবাদে চেম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুর দিকে লিভারপুলের আক্রমণে সমস্যায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে মুহূর্তেই ম্যাচের সমীকরণ বদলে দেয় রিয়ালের ডিফেন্স। খেলার দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ফেরেন বেনজিমারা। কার্যত ২০১৮-র ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে চ্যাম্পিয়ন হয় এই দল।
ফাইনালের দ্বিতীয়ার্ধে মিডফিল্ড জেনারেল টনি ক্রুস, লুকা মদ্রিচরা মাঝমাঠের দখল নিয়ে নেন। তবে রিয়ালের আসল নায়ক গোলকিপার থিবাউ কুর্তোয়া। নজির গড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নয়টা সেভ করেন তিনি। রিয়ালের হয়ে ডেডলক ভাঙলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।