আধারের জেরক্স: নির্দেশিকা জারির কয়েক ঘন্টার মধ্যেই ভোলবদল কেন্দ্রের
ক্ষমতায় আসার পর থেকেই নানা পরিষেবার ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar) বাধ্যতামূলক করেছে মোদী সরকার। নানা অছিলায় কার্যত সাধারণ মানুষকে বিবশ করা হয়েছে প্যান থেকে মোবাইল, ব্যাঙ্ক থেকে এলআইসি – সব ক্ষত্রে আধার যোগ করতে। এবার হঠাৎ সরকারের বোধোদয় হল এই কার্ডের অপব্যবহার নিয়ে।
আধার কার্ড ব্যবহার করার জন্য ক্ষেত্রে সাবধান থাকতে হবে সাধারণ মানুষকে। আধারের জেরক্স নয়, কেবল মাত্র ‘মাস্কড’ আধার ব্যবহার করার পরামর্শ দিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আধার কার্ডের অপব্যবহার রুখতেই এমন পরামর্শ কেন্দ্রের।
কিন্তু এই নির্দেশিকা জারি করার কয়েকঘন্টার মধ্যেই ভোলবদল আধার কর্তৃপক্ষের। সাধারণ মানুষকে আধার ব্যবহারে সতর্ক থাকতে বলেও পুরোনো নির্দেশিকা প্রত্যাহার করল সংস্থা। স্বাভাবিকভাবেই আধার কর্তৃপক্ষের এই ডিগবাজিতে হতভম্ব সাধারণ মানুষ। প্রথম নির্দেশিকা কেনই বা জারি হল, হঠাৎ কেন তা প্রত্যাহার হল, তা নিয়ে সকলেই অবাক।
*কী এই মাস্কড আধার?*
মাস্কড আধারে ১২ সংখ্যার আধার নম্বরের কেবল মাত্র শেষ চারটি সংখ্যা দেখা যায়।
*কীভাবে ডাউনলোড করা যাবে মাস্কড আধার?*
আপনাকে যেতে হবে myaadhaar.uidai.gov.in-এ।
সেখানে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বরটি দিন।
এরপর ‘Do You Want Masked Aadhaar’ অপশনে ক্লিক করুন।
এবার মাস্কড আধারের কপি ডাউনলোড করে নিন।