লক্ষ্মণরেখা অতিক্রম কে করছেন, জনগণ দেখছেন, ধনখড়কে তোপ অভিষেকের
আচার্য পদ কার, রাজ্যপাল না মুখ্যমন্ত্রীর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে সংঘাতের পথে জগদীপ ধনখড়। এবার তিনি বিতন্ডায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
গতকাল হলদিয়ার এক জনসভায় অভিষেক মন্তব্য করেছিলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’
এর পাল্টা আজ মন্তব্য করেন রাজ্যপাল। ধনখড় বলেন, ‘‘প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে। সাংসদের এ হেন মন্তব্য নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’’
এরপরই আজ বিকেলে টুইট করে আক্রমণ শানালেন অভিষেক। তিনি বলেন, ‘লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে’।
অভিষেক আরও লেখেন, ‘আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’।’