রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি ছেড়ে আরও ২২ বিধায়ক আসছেন তৃণমূলে?

May 30, 2022 | < 1 min read

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। আর তার আগেই নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে বিজেপির অন্দরে। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিধায়কদের একাংশ ভোট দেবেন না মোদীর পছন্দের প্রার্থীকে, এমনটাই ভয় নেতৃত্বের। রাষ্ট্রপতি নির্বাচনের আগেই ভাঙনের ভয়ে তটস্থ গেরুয়া শিবির।

শনিবার হলদিয়ায় একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, তৃণমূল দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে।। আর এতেই বিজেপির ভয়ের অন্ত নেই। তৃণমূল সূত্রে খবর, অন্তত এক ডজন গেরুয়া বিধায়ক দল বদলানোর জন্য প্রস্তুত। এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

প্রসঙ্গত, আজ শ্যামনগরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনসভা করবেন। এই সভাতেই ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহের তৃণমূলে যোগ দেওয়ার কথা। সেক্ষেত্রে বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে হবে ৬৯। তৃণমূলের দাবি, এই সংখ্যাটা ৫০-এর নীচে নামিয়ে আনতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনটা হলে বাংলা থেকে রাজ্যসভায় সদস্য পাঠানোর জন্য প্রয়োজনীয় বিধায়ক থাকবে না বিজেপির কাছে।

একুশের বিধানসভা নির্বাচনে অমিত শাহ আস্ফালন করে বলেছিলেন, বিজেপি ২০০ আসন জিতবে। আদতে ৭৭ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁর দলকে। আর নির্বাচন পরবর্তী সময়ে একের পর এক ভাঙনে জেরবার গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#mlas, #West Bengal, #bjp, #tmc, #politics

আরো দেখুন