জঙ্গলমহল সফরের পরই সিঙ্গুর যাচ্ছেন মমতা, কত তারিখে?
কিছুদিন আগেই মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ ও কাল পুরুলিয়া-বাঁকুড়ায় প্রশাসনিক ও দলীয় সভা করবেন তিনি। এরপর জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা তাঁর। কিন্তু তার আগে ঝটিকা সফরে সিঙ্গুর যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০৬ এর সিঙ্গুর জমি আন্দোলনের সময় বাজেমেলিয়ার দেবী সন্তোষীর মন্দিরে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বিরোধী নেত্রী। এরপর ক্ষমতায় আসেন মমতা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এই মন্দিরের পরিকাঠামো উন্নয়ন করার উদ্যোগ নেন তিনি। সেই মন্দিরেই পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা। নবান্ন সূত্রের খবর, আগামী ৩ জুন সিঙ্গুরের বাজেমেলিয়ায় পুজো দিতে আসবেন মুখ্যমন্ত্রী। তারপর রিমোট কন্ট্রোলে কামারকুণ্ডু আরওবি-র উদ্বোধন করবেন তিনি।
সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘মুখ্যমন্ত্রী কামারকুণ্ডু আরওবি’কে আমজনতাকে সমর্পণ করতে আসছেন। তিনি সন্তোষী মায়ের পুজোতে অংশ নেবেন। আমরা তাঁর আগমনের অপেক্ষা করছি।’