দেশ বিভাগে ফিরে যান

পাখির চোখ ২০২৪: বাংলার নেতাদের ভরসা নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই রাজ্যের দায়িত্বে

May 30, 2022 | < 1 min read

২০১৯-এর সাধারণ নির্বাচনে রাজনীতির জগৎকে কিছুটা অবাক করেই বাংলা থেকে ১৮টা আসনে জয় লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। মোদী ম্যাজিকে বেসামাল হয়ে গেছিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। আর বছর দেড়েক বাদেই, ২০২৪-এ আগামী লোকসভা নির্বাচনে। এই মুহূর্তে বেশ খানিকটা ব্যাকফুটে বঙ্গবিজেপি। সাংসদের সংখ্যা ১৮ থেকে কমে ১৬। তৃণমূলে চলে গেছেন বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিংহ। এই অবস্থায় হাল ফেরাতে আবার অমিত শাহের শরণাপন্ন হল বঙ্গবিজেপির নেতারা।

জানা যাচ্ছে, শাহকে সামনে রেখেই বাংলায় বিজেপিকে জেতাতে নামবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ছয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাছাড়াও দরকারমত যোগ হোম অন্যান্য নেতারা। বাংলাকে পাঁচ ভাগে ভাগ করে এই ৬ কেন্দ্রীয় মন্ত্রী-নেতা প্রচার চালাবেন বলে জানা গেছে। কিছুদিন পরেই বাংলায় আসছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মোটামুটি, নাড্ডার সফরের পর থেকেই নাকি কাজ শুরু করে দেবে কেন্দ্রীয় মন্ত্রী সমৃদ্ধ এই টিম বেঙ্গল। সূত্রের খবর, অমিত শাহের নেতৃত্বাধীন এই ৬ মন্ত্রীর দলে থাকতে পারেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, এস পি সিং বাঘেলের মোট নেতারা।

২০২১-এ কেন্দ্রীয় নেতৃত্বে ওপর ভার দেওয়া হয়েছিল বিজেপির বঙ্গবিজয়ের। ডাহা ফেল করে সেই নেতৃত্ব। এবার আবার সেই একই খেলা খেলতে চলছে মোদী-শাহরা। যদিও খেলার মাঠ এবার আলাদা, তবুও এই চাল কতটা কাজ দেবে, সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #bjp, #West Bengal

আরো দেখুন