খেলা বিভাগে ফিরে যান

এবারের আইপিএলে কমলা টুপি পেলেন কে? পার্পল ক্যাপ জুটল কার? দেখে নিন

May 30, 2022 | 3 min read

রুদ্ধশ্বাস ফাইনালে রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল গুজরাত টাইটানস। আইপিএলে এটাই গুজরাতের প্রথম মরশুম। আর তাতেই বাজিমাত। কিন্তু গুজরাত ট্রফি জেতা ছাড়াও এবারের আইপিএলে সেরা হলেন কোন কোন খেলোয়াড়? কমলা টুপি পেলেন কে? পার্পল ক্যাপ জুটল কার? দেখে নিন:

ম্যাচের সুপার স্ট্রাইকার– ডেভিড মিলার (গুজরাট টাইটান্স)

ছবি সৌজন্যে: ESPNCricinfo


গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)

ছবি সৌজন্যে: India Today


পাওয়ার প্লে অফ দ্য ম্যাচ– ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস) 

ছবি সৌজন্য: India Today


ম্যাচের সবচেয়ে মূল্যবান সম্পদ– হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
ম্যাচের সেরা- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স) 

ছবি সৌজন্য: SportsKeeda


আইপিএল ১৫-র ইমার্জিং প্লেয়ার– উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ)

ছবি: ফাইল চিত্র


মরশুমের সর্বোচ্চ ছক্কার মালিক- জস বাটলার (রাজস্থান রয়্যালস)

ছবি সৌজন্য: SportsKeeda


মরশুমের সুপার স্ট্রাইকার– দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ছবি সৌজন্য: SportsKeeda


মরশুমের গেম চেঞ্জার– জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের পাওয়ার প্লে প্লেয়ার– জস বাটলার (রাজস্থান রয়্যালস)

ছবি সৌজন্যে: First Post


মরশুমের দ্রুততম ডেলিভারি– লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স) 

ছবি সৌজন্যে: SportsKeeda



পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট)– যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস) 

ছবি সৌজন্যে: The Indian Nation


কমলা টুপি (সর্বোচ্চ রান)- জস বাটলার (রাজস্থান রয়্যালস)

ছবি সৌজন্য:First Post


মরশুমের সেরা ক্যাচ- এভিন লুইস (লখনউ সুপার জায়ান্টস)

ছবি সৌজন্যে: First Post


মরশুমের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার– জস বাটলার (রাজস্থান রয়্যালস)

ছবি সৌজন্যে: SportsKeeda
TwitterFacebookWhatsAppEmailShare

#purple cap, #orange cap, #IPL 2022

আরো দেখুন