রাজ্য বিভাগে ফিরে যান

দপ্তরকে কানমলা দেওয়া উচিত, জল সরবরাহের কাজে দেরি দেখে নিদান মমতার

May 31, 2022 | < 1 min read

গতকাল পুরুলিয়ায় জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়েছিলেন সেখানকার জেলাশাসক রাহুল মজুমদার। আজ পুরুলিয়ার প্রশাসনিক সভায় মমতার বকা খেলেন সেখানকার জেলাশাসক কে রাধিকা আইয়ার। পুরুলিয়ার রায়পুর ব্লকের জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছিল ২০১৪ সালে। সেই প্রকল্পের কাজ এগিয়েছে ৮৫%। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রকল্প এত বছরেও কেন শেষ হয়নি, সেই সুবাদেই জুটল মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা। মুখ্যমন্ত্রী বলেন, যে দপ্তর এই কাজ শেষ করতে পারেনি, তাদের কানমলা খাওয়া উচিত।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ ছাড়াও মুখ্যমন্ত্রীর নজরে ছিল কিসান মান্ডিতে কৃষকদের ঠকানোর অভিযোগ। জানা গেছে, কিষান মান্ডিতে নাকি ওজনের মেশিনে গোলমাল করে ধান কেনার সময় ঠকানো হচ্ছে কৃষকদের। সেই নিয়ে অভিযোগের চিঠি গেছিল মুখ্যমন্ত্রীর কাছে। এর ভিত্তিতে মমতা নির্দেশ দেন, সরকারি নোডাল অফিসারদের ওজনের যন্ত্র পরীক্ষা করে ছাড়পত্র দিতে হবে কিসান মান্ডিগুলোয়। এছাড়াও প্রতিটি কিষান মান্ডিতে বসাতে হবে সিসিটিভি।

মমতা আজ নির্দেশ দেন, কৃষকরা যাতে আড়তদারদের কাছে সস্তায় ধান বিক্রি করতে বাধ্য না হন, তা দেখতে হবে সরকারি আধিকারিকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Purulia, #Administrative Meeting, #district magistrates

আরো দেখুন