রাজ্য বিভাগে ফিরে যান

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর হেল্প ডেস্ক চাই, মামলা হাইকোর্টে

May 31, 2022 | < 1 min read

বেসরকারি হাসপাতালে শয্যা থাকতেও ফেরানো হচ্ছে রোগী। প্রচুর রোগীকে ঠিক মত চিকিৎসা করা হচ্ছে না অথবা চিকিৎসা না পেয়ে ফিরে আসছেন বহু রোগী। এহেন নানান সমস্যা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কোথায় জানালে হবে সমাধান? কলকাতা হাইকোর্টে এই সমস্যা সংক্রান্ত বিষয়ে জনস্বার্থ মামলা করলেন অক্ষয় কুমার সারেঙ্গি নামক এক মামলাকারী।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাকারী জানিয়েছেন, এই হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথীর হেল্প ডেস্ক থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হচ্ছে না, রোগীর পরিবারের কোনও সদস্যের অভিযোগ থাকলে তা সরকারকে জানাতে সরকারি হেল্পলাইন নম্বরও কার্যকরী হচ্ছে না। স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হাসপাতালের হেল্প ডেস্কে সরকারি লোক রাখা ও অভিযোগগুলি যাতে স্বাস্থ্য কমিশন দ্রুত নিষ্পত্তি করে সে ব্যাপারেও দাবি করেছেন মামলাকারী।

আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

TwitterFacebookWhatsAppEmailShare

#swasthya sathi scheme, #Swasthya Sathi

আরো দেখুন