সিধু মুসেওয়ালার খুনের পরিকল্পনা করা হয় তিহার জেলে!
গত রবিবার পঞ্জাবের মনসা গ্রামে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালায় জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) ওপর। গুলিবিদ্ধ গায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রক্ষা হয়নি। পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন সিধু। যদিও, জয়লাভ করতে অসফল হন তিনি। গতকালই গায়কের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেয় পঞ্জাব প্রশাসন। আর তাঁর পরদিনই প্রাণঘাতী হামলা হল তাঁর উপর।
এই খুনের ঘটনায় এবার মিলল চাঞ্চল্যকর তথ্য। দিল্লির তিহার জেলে বসেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়। এই খুনের মামলার অন্যতম অভিযুক্ত লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এবং তার দুই সহযোগী কালা জাথেডি এবং কালা রানাকে জেলের ভিতরেই জেরা করেছেন দিল্লি পুলিসের বিশেষ শাখার অফিসাররা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, জেলের ৮ নম্বর কুঠুরিতে বসেই মুসেওয়ালাকে খুনের পরিকল্পনা করা হয়েছে। রবিবার বিকেলেই ফেসবুক পোস্টে এই খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত গ্যাংস্টার সতীন্দ্র সিংহ ওরফে গোল্ডি ব্রার (Goldie Brar)। তার সঙ্গে বিষ্ণোইয়ের যোগাযোগের প্রমাণ মিলেছে।