হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

কেন মৃত্যুকেই বেছে নিচ্ছেন কলকাতার উঠতি মডেলরা?

May 31, 2022 | < 1 min read

সপ্তাহ দুয়েকের মধ্যেই চলে গিয়েছেন চার জন তরুণী। না স্বাভাবিক মৃত্যু নয়, তাঁদের জীবনে নেমে এসেছে অস্বাভাবিক মৃত্যু। পল্লবী, বিদিশা, মঞ্জুষা, সরস্বতী; কেউ কেউ সাফল্যের স্বাদ পেয়েছেন আবার কেউ সবে ডানা মেলতে শুরু করেছিলেন।

পরপর চারজনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে বাংলাকে, প্রত্যেকের বাসস্থান থেকেই উদ্ধার হয়েছে মৃত্যুদেহ। আত্মহত্যা নাকি খুনি, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পল্লবী-বিদিশার ক্ষেত্রে তাঁদের সম্পর্কের কারণে এগিয়ে এসেছে মৃত্যু, সে সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। আবার মঞ্জুষার মা মেয়ের উচ্চাকাঙ্খাকেই দায়ী করেছেন, এই আবহেই ঘটে গিয়েছে আরও এক মৃত্যু।উঠতি মডেল সরস্বতী দাসের মৃত্যু হয়েছে।

কেন রহস্য মৃত্যু ঘনিয়ে এল তাঁদের জীবনে? উচ্চাশা-পেশাগত সাফল্যের খিদে নাকি সম্পর্কের জটিল টানাপোড়েন? নেপথ্যে কী? কেন বারবার অবসাদ গ্রাস করছে গ্ল্যামার দুনিয়ার মানুষদের? অভিনেত্রী রচনা ব্যানার্জীর মতে বর্তমান প্রজন্ম স্ট্রাগেল করতে শেখেনি।

তাই কী? কাজ না পেলেই হতাশা আর সেই থেকেই অবসাদের জন্ম! যা ঘনিয়ে আনছে মৃত্যুর মতো চরমতম পরিণতি। যদিও টলিপাড়ার অনেকেই এমন মনে করেন না। তাদের মতে জলদি বড় হওয়ার খিদে নয় বা প্রত্যাশা পূরণের চাপ নয়, রয়েছে অন্য কোন কারণ।

তবে কি মানসিক অবসাদই এর কারণ? এই অকাল মৃত্যুর কারণ অনুসন্ধান করতে দৃষ্টিভঙ্গি যোগাযোগ করেছিল মনোবিদদের সঙ্গে, শুনে নেব কী বলছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Suicide, #Models

আরো দেখুন