দেশ বিভাগে ফিরে যান

দেশের অর্থনীতি তলানিতে, জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়ালো ৪.১ শতাংশে

June 1, 2022 | < 1 min read

২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ধাক্কা খেল অর্থনীতি। বিগত চার কোয়ার্টারের মধ্যে সর্বনিম্ন স্তরে নামল অভ্যন্তরীণ বৃদ্ধির হার। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের জিডিপি (GDP) বৃদ্ধির হার ছিল মাত্র ৪.১ শতাংশ। যা তৃতীয় কোয়ার্টারের থেকে অনেকটাই কম। সরকারের তরফে প্রকাশ করা পরিসংখ‌্যানের নিরিখে এই তথ‌্য মিলেছে।

২০২০ সাল থেকেই করোনা অতিমারীর কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। স্বাভাবিকভাবেই জিডিপি বৃদ্ধির হারও নিম্নমুখী হয়। তবে ২০২১-২২ অর্থবর্ষের শেষে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। আদপে তা বাস্তবায়িত হল না।

২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে আর্থিক বৃদ্ধির হার ছিল ১.৬ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম কোয়ার্টার অর্থাৎ জুন ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল ২০ শতাংশেরও বেশি। তারপর পরপর দু’টি ত্রৈমাসিকে যথাক্রমে ৮.৪ শতাংশ এবং ৫.৪ শতাংশ হারে বেড়েছে জিডিপি। তারপরই চতুর্থ ত্রৈমাসিকে এই জিডিপির হার কমে দাঁড়াল ৪.১ শতাংশে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #GDP

আরো দেখুন